গোলাপগঞ্জে ব্ল্যাক ফুট এন্ড ফিট’র যাত্রা শুরু 

সিলেটের গোলাপগঞ্জ বাজারে আব্দুল মোতলিব কমপ্লেক্সে যাত্রা শুরু করেছে নান্দনিক ও রুচিশীল কাপড় নিয়ে ব্ল্যাক ফুট এন্ড ফিট।

মঙ্গলবার (৫ আগস্ট) ফ্যাশন সচেতন কিশোর ও যুবকদের জন্য এক্সক্লুসিভ কালেকশন নিয়ে শুভ সুচনা করে এই প্রতিষ্ঠানটি।

নান্দনিক সব ডিজাইন ও মনকাড়া সব কালেকশন যেমন-টি শার্ট,ট্রাউজার,স্পোর্টস জার্সি, চমৎকার ও আরামদায়ক শো কালেকশনসহ আরো অনেক কিছু। 

উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের ব্যবসায়ী অলিউর রহমান,সিলেটের জনপ্রিয় অভিনেতা জেড ইসলাম(মোঃআলাউদ্দিন),ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর তানিন মুন্না,পরিচালক সোহেল আহমেদ, ব্যবসায়ী সায়েম আহমেদ,ফ্যাশন ফটোগ্রাফার খুরশেদ আলম সুমন,সাংবাদিক ও অভিনেতা জয়ন্ত কুমার দাস, কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম রাফি,ফটোগ্রাফার রবিউল আউয়াল,সমাজসেবক সাইফুর রহমান ইমন,মডেল রাজ আহমেদ সহ মার্কেটের ব্যবসায়ী,স্থানীয় মুরুব্বি ও নানা পেশাজীবী মানুষ।

স্বত্বাধিকারী আফসান আহমেদ ও সালমান জানান,সততা ও কাস্টমার সেটিসফেকশনই আমাদের মুল লক্ষ্য। মানুষের চাহিদার রুচিসম্মত সেরা কালেকশনটি পৌঁছে দেয়ার চেষ্টা নিয়ে আমাদের ব্ল্যাক ফুট এন্ড ফিট সবসময় সকলের প্রত্যাশা পূরনে সচেষ্ট থাকবো ও নিত্যনতুন সব কালেকশন সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।