মাহমুদুল হাসান ফের আই.এ.বি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক নির্বাচিত

কওমি কণ্ঠ রিপোর্টার :


ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দ্বিবার্ষিক শুরা অধিবেশনে ঘোষিত এ কমিটিতে আবারও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল. এল. বি)। 

তিনি এর আগেও এ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মাহমুদুল হাসান গত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। তবে দলীয় নিদের্শনায় ভোটের আগে তিনি প্রহসনের নির্বাচন উল্লেখ করে এ থেকে সরে দাঁড়ান। তারপরও তিনি ১২ হাজার ৭৯৪ ভোট পান। 

ওই নির্বাচনে প্রার্থীদের মধ্যে মাহমুদুল হাসানই সর্বাধিক শিক্ষিত প্রার্থী ছিলেন। 

তিনি দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে দারুল হাদিস (মাস্টার্স) এবং সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স সম্পন্ন করেছেন।

মাহমুদুল হাসান সিলেট মহানগরের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা।