কওমি কণ্ঠ রিপোর্টার :
শিশুমেয়েকে যৌন নিপীড়ন করে ভিডিও ধারণকারী সিলেটের কানাইঘাটের বাসিন্দা সেই মক্তব শিক্ষক শরিফ উদ্দিন শরিফকে অবশেষে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বালাগঞ্জ থানাপুলিশের সহাযোগিতায় কানাইঘাট থানার টিম ওসমানীনগরের তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন।
মৌলভী শরিফ উদ্দিন শরিফের বাড়ি কানাইঘাট উপজেলার সিঙ্গারিপাড়া গ্রামে।
গত দুদিন থেকে ভার্চুয়াল মাধ্যম ফেসবুকে মক্তবের শিশুমেয়েকে শরিফ কৃর্তৃক যৌন নিপীড়নের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে সবাই শরিফকে দ্রুত গ্রেফতারের দাবি জানান সবাই। তবে ভিডিও ভাইরাল হতেই গাঁ ঢাকা দেন অভিযুক্ত মৌলভী। অবশেষে তাকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান- জিজ্ঞাসাবাদে মৌলভী শরিফ তাদের তথ্য দিয়েছেন, ঘটনাটি ২০২২ সালের। এটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার নন্দিগাঁও ইউনিয়নের মানাউরা উত্তরপাড়া জামে মসজিদে, তখন শরিফ যেখানে মসজিদের দ্বিতীয় ইমাম ছিলেন। তিনি নিজেই ওই শিশুকে যৌন নিপীড়নের ভিডিও মোবাইলে ধারণ করেন।
আটকের পর শরিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।