এবার ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (২৬ এপ্রিল) সকালে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। 

বিজিবি জানায়- অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। 

এসব মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন- সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে। 


মূল রিপোর্ট : সিলেটভিউ