কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের টুকেরবাজার এলাকার শাহপুর দক্ষিণপাড়ায় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিদের হাতে ছাত্রদল নেতার ভাই খু ন হওয়ার প্রায় একমাস। কিন্তু এখনো গ্রেফতার হননি জড়িত আওয়ামী লীগ নেতা ও অন্য আসামিরা।
গত বছরের ২২ ডিসেম্বর সংগঠিত এই হত্যাকান্ডের পর পালিয়ে গেছেন এই নেতা। এখনো তিনিসহ ওই হত্যা মামলার ১২ আসামি ‘পলাতক’- এমন বক্তব্য পুলিশের।
পুলিশের দাবি- আসামিরা বাড়িতে নেই, পালিয়ে বেড়াচ্ছেন। তাই কাউকে গ্রেফতার করা যাচ্ছে না। প্রযুক্তিগত সহযোগিতা নিয়েও কাজ হচ্ছে না।
তবে পুলিশ আশাবাদী শিঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
জানা যায়, শাহপুর দক্ষিণপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী শাহ মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে শেখ উদ্দিনের (৫০) জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। বিষয়টি নিয়ে ২২ ডিসেম্বর বাদ জুমআ সিলেট সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে বিচার দিতে যান শেখ উদ্দিন। কিন্তু বিচারপ্রার্থীর কথা না শুনে শাহ মিয়ার পক্ষ ধরে লিলু মিয়া শেখ উদ্দিনকে মারধর শুরু করেন।
একপর্যায়ে লিলু তার বাহিনী নিয়ে শেখ উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। হামলাকারীদের মারধরে শেখ উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫ দিন পর (মঙ্গলবার রাত ৯টার দিকে) তিনি মারা যান।
নিহত শেখ উদ্দিন সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আহমদ জয়ের বড় ভাই। ঘটনার পর ২৩ ডিসেম্বর তিনি বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। শেখ উদ্দিনের মৃত্যুর পর সেটি হত্যা মামলা হিসেবে থানায় রেকর্ড করা হয়।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ১২ জন আসামি রয়েছেন। তাদেরকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু তারা বাড়িতে নেই, পালিয়ে বেড়াচ্ছেন। সম্ভাব্য সকল জায়গায় আমাদের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।