জমিয়তে নতুন নেতৃত্ব

কওমি কণ্ঠ রিপোর্টার :

প্রাচীন রাজনৈতিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-এ এসেছে নতুন নেতৃত্ব। শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত দলটির কাউন্সিলে আল্লামা ওবায়দুল্লাহ ফারুককে সভাপতি ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সদ্যসাবেক সভাপতি আল্লামা জিয়া উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ কাউন্সিলে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুর রব ইউসুফী। মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারী সিরাজী ও অর্থ সম্পাদক হিসেবে মাওলানা জাকির কাসেমী নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনটির ঐতিহ্য ধরে রেখে দেশের ধর্মীয় ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী (২০২৫-২৭ সেশন) ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।