শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, রেললাইনে মিললো লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের মরেদেহ রেললাইন থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

শনিবার (২৬ এপ্রিল) বিকালে নিখোঁজ হন ওই যুবক, রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার রেলগেইটের পাশে রেললাইন থেকে তার খন্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

পরিবারের দাবি- শশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের উপর লাশ ফেলে রেখেছেন।

নিহত ইকবাল মিয়া (৩০) উপজেলার রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার সকালে ইকবাল কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে অবস্থিত তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

তবে শ্বশুর বাড়ির লোকজন বলছেন- সেখান থেকে পরদিন (শনিবার) বিকেলে বাড়িতে ফেরার জন্য রওয়ানা দেন ইকবাল। পথিমধ্যে নিখোঁজ হন তিনি।

শনিবার বিকালের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রবিবার সকালে রেলগেইটের পাশে কয়েক খন্ডিত একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে লাশটি ইকবাল মিয়ার বলে শনাক্ত করা হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

নিহত ইকবালের ছোট ভাই সালমান আহমেদ বলেন, ‘ভাইয়ের বিয়ের পর থেকে পরিবারে অশান্তি ছিলো। তাই ধারণা- ভাবিই আমার ভাইকে হত্যা করিয়েছেন।’

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ইকবালের বাবা থানায় এসে আগের দিন নিখোঁজের একটি জিডি করেন। এখন অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’