সিলেটের বড় স্বপ্ন ডানা মেললো আকাশে

  • প্রথম কার্গো ফ্লাইট গেলো স্পেনের উদ্দেশ্যে

কওমি কণ্ঠ রিপোর্টার :

দীর্ঘ প্রত্যাশার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত ৮টা ৮ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট এয়ারপোর্ট থেকে স্পেনের উদ্দেশে উড়াল দেয় মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানার একটি এয়ারবাস।

ফ্লাইটের উদ্বোধন উপলক্ষ্যে ওসমানী বিমানবন্দরে আয়োজন করা হয় এক আড়ম্বর অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উপদেষ্টা শেখ বশির উদ্দীন তাঁর বক্তৃতায় বলেন- ‘রপ্তানিতে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সকলে মিলে একত্রে কাজ করছি বলে এটা সম্ভব হয়েছে। সিলেটের জন্য আজ ঐতিহাসিক দিন। ঢাকার বাইরে সিলেট থেকে স্বাধীনতার পর এটি প্রথম কার্গো ফ্লাইট। আমরা আমাদের সক্ষমতা কাজে লাগিয়েছি। ভবিষ্যতে যাতে এ ফ্লাইট অব্যাহত থাকে সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

উপদেষ্টা আরও বলেন- ‘ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর ২-৩ সপ্তাহের মধ্যে ইউরোপে রপ্তানি খরচ কমেছে ৩৭% আর যুক্তরাজ্যে ১৩%। এই খরচ আরও কীভাবে কমানো যায়- সেটি চিন্তা-ভাবনা করা হচ্ছে। নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা এবং নিজেদের পায়ে দাঁড়ানোই আমাদের লক্ষ্য ও আগ্রহ। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর যে সমস্যা হবে ধারণা করা হয়েছিল বা রপ্তানিতে যে প্রভাব পড়ার ধারণা করা হয়েছিলো- তা কিছুই হয়নি। আমার পূর্বের খরচ থেকেও কম মূল্যে পণ্য পাঠাতে পারবো।’

বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

স্বাগত বক্তব্য দেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের আগে উপদেষ্টাসহ অতিথিরা কার্গো কমপ্লেক্স ঘুরে দেখেন।

বিমানবন্দর সূত্র জানায়, রোববার বিকেল পৌনে ৫টায় ওসমানীতে পৌঁছায় কার্গো ফ্লাইট-৩৩০। এটি অবতরণের পর শুরু হয় পণ্য লোডের কার্যক্রম। সন্ধ্যা পর্যন্ত ৬০ টন মালামাল লোড করা হয়। লোড হ্যান্ডেলিংয়ের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ এয়ারলাইস কর্তৃপক্ষ। নিরাপত্তা দেন বেবিচক কর্মীরা।

প্রথম ফ্লাইটে ঢাকার এমজিএইচ গ্রুপ ও অরিজিন সলিউশন্সসহ আরেকটি কোম্পানির গার্মেনসট পণ্য রপ্তানি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ৮টা ৮ মিনিটের সময় ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে আকাশে ডানা মেলে। 

এ সময় অতিথিরা ছাড়াও বিভিন্ন এয়ারলইন্সের কর্মকর্তা এবং ঢাকার রপ্তানিকারকসহ সিলেটের সুধিজনরা উপস্থিত ছিলেন।

আগে সিলেট থেকে যাত্রীবাহী বিমানে কিছু পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো। এবার শুরু হলো কার্গো ফ্লাইট। ঢাকার পর সিলেটে থেকে এ ফ্লাইট শুরু হওয়ায় খুশি রপ্তানিকারকসহ সিলেটের ব্যবসায়ীরা। সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।