কওমি কণ্ঠ রিপোর্টার :
দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে সিলেট থেকে কক্সবাজার নিয়ে গিয়ে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় দায়েরকৃত মামলার শীর্ষ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোররাতে শাহপরাণ থানাপুলিশ অভিযান পরিচালনা করে পীরেরবাজার এলাকার টিকেরপাড়া থেকে এ দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকেরপাড়ার বাসিন্দা।
পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ এপ্রিল শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে (১৬ বছর) তাদের প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই ২ কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে। পরে তাদের অসুস্থ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তিভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে শাহপরাণ থানায় মামলা (নং-২৩) দায়ের করেন। মামলা দায়েরের একদিনের মাথায় শীর্ষ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।