সিলেটের আকাশে নেই সূর্য, কনকনে শীত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটজুড়ে কনকনে শীত। ভোর ও রাতের দিকে তাপমাত্রা বেশি নেমে যাওয়ায় সিলেটে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা। বেলা ২টা পর্যন্তও সিলেটের আকাশে দেখা মেলেনি সূর্যের। আরও তিন-চার দিন এমন অবস্থা বিরাজ করতে পারে বলছে আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার আজ সোমবার (২৯ ডিসেম্বর) জানিয়েছেন- সিলেটে আজকের তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি। এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকেে, ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। আর হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় চরমে উঠেছে জনদূর্ভোগ। খেটে খাওয়া মানুষরা পড়েছেন দুর্ভোগে। অনেক স্থানে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষজন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সুনামগঞ্জে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠাণ্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীড় জমাচ্ছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে ১ থেকে ১৪ বছরের শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে। এদিকে শিশুদের ঠান্ডার প্রকোপ থেকে সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।