আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতারা আসছেন সিলেটে, শুভ্ছো মিছিল

কওমি কণ্ঠ ডেস্ক :

আগামী ৩ মে (শনিবার) সিলেটে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ওই দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শনিবারের মতবিনিময় সভা উপলক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে বুধবার (৩০ এপ্রিল) শুভেচ্ছামিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ২টায় অনুষ্ঠিত মিছিলটি সিলেট জজ কোর্টের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবি এটিএম ফয়েজ উদ্দিনের 
 সভাপতিত্বে  এবং অ্যাডভোকেট ইকবাল আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট মো. খালেদ জুবায়ের, অ্যাডভোকেট ফখরুল হক, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট ছমির উদ্দিন, অ্যাডভোকেট  আব্দুল মালিক শিহান, অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট ওয়ারিছ উদ্দিন চৌধুরী সেলিম, অ্যাডভোকেট ইসরাফিল আলী, অ্যাডভোকেট মোহাম্মদ মিরজা হুসাইন, অ্যাডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট আবু ফাহাদ, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট সোহেল মিয়া, অ্যাডভোকেট খালেদ হুসেন মাহতাব, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ, অ্যাডভোকেট তাহরিমা রেজা চৌধুরী, অ্যাডভোকেট মহিদুল হক, অ্যাডভোকেট বদরুল আলম শিপন, অ্যাডভোকেট ইয়াসির আরাফাত, অ্যাডভোকেট তানভীর আহমদ, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট জাবের আহমদ, অ্যাডভোকেট হানিফ আহমদ, অ্যাডভোকেট ওমর, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভোকেট মোরশেদ মিজান, অ্যাডভোকেট সজিবুল ইসলাম, অ্যাডভোকেট সাফওয়ান আহমদ, অ্যাডভোকেট রাব্বি হাসান তারেক ও অ্যাডভোকেট শাহীন সওদাগর প্রমুখ।