কওমি কণ্ঠ রিপোর্টার :
উন্নয়নের ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের চাইতে সিলেট অত্যন্ত অবহেলিত মন্তব্য করে আন্দোলনের ডাক দিয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
আগামী রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। এদিন ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হবে। তাঁর এ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে সিলেটে ব্যবসায়ীরা এই ১ ঘণ্টা দোকানপাট এবং পরিবহন শ্রমিকরা যানবাহন বন্ধ রাখবেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আরিফুল হক চৌধুরী।
মহানগরের কুমারপাড়াস্থ তাঁর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাবেক মেয়র বলেন- রবিবারের কর্মসূচি দল-মত নির্বিশেষে সবাইকে সফল করার অনুরোধ জানাচ্ছি। কারণ- সব ক্ষেত্রেই সিলেটের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আওয়ামী লীগের ১৫-১৭ বছর তো হয়েছেই, অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথে হাঁটছে।
তিনি বলেন- সিলেটের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থা। সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কার কাজে ধীরগতির কারণে প্রতিদিনই লেগে থাকে দীর্ঘ যানজট। রেলপথের অবস্থাও নাজুক। ফলে এই অঞ্চলের যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এই দুর্ভোগ লাঘবে সরকারেরও তেমন উদ্যোগ নেই।
এছাড়া সিলেট-ঢাকা রুটে বিমানসহ সকল ফ্লাইটের ভাড়াও উচ্চ। এসব মেনে নেওয়া যায় না।
সড়কপথে মানুষের কষ্টের সীমা নেই, রাস্তায় চলে যায় ঘণ্টার পর ঘণ্টা। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চলতে পারে না। সংস্কার কাজ চলমান অবস্থায় বিকল্প কী ব্যবস্থা? ট্রেনের ব্যাপারেও কোন সুখবর নেই। সরকারের পক্ষ থেকে এসব ব্যাপারে কোন পদক্ষেপ নেই।
আরিফ বলেন, রাস্তা খারাপ হওয়ায় সিলেটে পণ্য আসতে আসতে দাম অনেক বেড়ে যায়। ফলে এখানকার মানুষদের বাড়তি দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে। এসব মানা যায় না।
আরিফ বলেন, আমাদের প্রিয় বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জনগণের মৌলিক অধিকার — সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার — আজ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে, এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্রিত হবো একটি ঐক্যবদ্ধ কণ্ঠে।
সাবেক মেয়র আরো বলেন- বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের ইতিহাসে এক নজির স্থাপন করেছেন। সব সরকারপ্রধানই সিলেটে আসেন ওলি-আউলিয়াদের মাজার জিয়ারতের জন্য। কিন্তু বর্তমান সরকারপ্রধান একবারের জন্যও সিলেটে আসেননি। এমনটা বোধহয় বাংলাদেশের আর কোনো সরকারপ্রধান করেননি। আমরা তাঁকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি ও তাঁর উপদেষ্টাদের নিয়ে সড়কপথে একবার সিলেট যেন ঘুরে যান।