পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : সিলেটে তারেক রহমান

কওমি কণ্ঠ রিপোর্টার :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- আপনারা দেখেছেন, বিশ্বের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট নিয়ে কীভাবে ডাকাতির মতো ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরশাসক যেভাবে ভোট ডাকাতি করেছিলো, এখনও একটি দল সেভাবে ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে, এদের ব্যাপারে দেশবাসীকে সজাগ-সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রধান এ কথা বলেন।