গ ণ পি টু নি খাওয়া সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা সাবেক ছাত্রলীড় নেতা কাওসার আল মামুনকে নাশকতা মামলা গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

রোববার (১১ মে) দুপুরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে শনিবার (১০ মে) বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির আন্দোলনে গণপিটুনি দেওয়া হয় মামুনকে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।

জানা যায়, সিলেট মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে চলছিলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। সেখানে হঠাৎ কাওসার আল মামুন উপস্থিত হলে ছাত্র-জনতা তাকে চিনতে পেরে ধরে গণপিটুনি দেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসর অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে জানান- মামুুনের বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলা রয়েছে। তবে সিলেটের নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।’