সুনামগঞ্জের আ. লীগ নেতা ঢাকায় গ্রেফতার

  • ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে ৬৭ জন পুলিশের জালে

কওমি কণ্ঠ রিপোর্টার :

রাজধানী ঢাকা থেকে সুনামগঞ্জের অ্যাডভোকেট গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দিনের বেলা তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারউজ্জামান।

গোলাম কিবরিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধমপাশা গ্রামের আবুল কাইয়ুমের ছেলে। তিনি পতিত আওয়ামী সরকারের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। 

গোলাব কিবরিয়া ছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও নিষদ্ধি ছাত্রলীগের ৬৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ৪৩, ময়মনসিংহে ১১, বগুড়ায় ৭, বরিশালে ২, রংপুরে ১ ও হবিগঞ্জে একজন রয়েছেন।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ নানা অভিযোগে মামলা রয়েছে।