কওমি কণ্ঠ রিপোর্টার :
জাতীয় পার্টি ছেড়েছেন শিল্পপতি মো. নজরুল ইসলাম বাবুল। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। গত বছরের ১৭ আগস্ট পদত্যাগপত্র পার্টি চেয়ারম্যান বরাবরে দাখিল করেন। এর ৫ মাস পর সোমবার (২৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
সোমবার বেলা আড়াইটায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে মিষ্টিজাত দ্রব্য প্রস্তুত, বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠান ‘ফিজা এন্ড কোং’র ব্যবস্থাপনা পরিচালক বাবুল জানান- পদত্যাগের পরপরই ব্যবসায়িক কাজে যুক্তরাজ্য চলে যাওয়ায় এবং সেখানে অসুস্থ হয়ে দেশে ফিরতে দেরি হওয়ায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে দেরি হয়েছে। তিনি চলতি বছরের ৫ জানুয়ারি দেশে ফিরেন।
এখন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলে জানান বাবুল।
তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন- গত বছরের জুলাই-আগস্টে হওয়া অভ্যুত্থ্যানে নীতিগতভাবে আন্দোলনকারীদের পক্ষে ছিলেন। হাসিনা সরকারের নির্বিচার হত্যাযজ্ঞ মেনে নিতে পারেননি বলেই ১৭ আগস্ট আওয়ামী লীগ-ঘেষা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিদেশে চলে যান।
সিলেট থেকে প্রকাশিত পত্রিকা ‘দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল বলেন- আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাকে আওয়ামী লীগ সরকার তাদের দলে যোগ দেওয়ার জন্য চাপ দেয়। এতে তিনি সম্মত না হওয়ায় হাসিনা সরকারের চাপেই জাতীয় পার্টিতে যোগ দেন। এছাড়া হাসিনা সরকারের বিভিন্ন সংস্থার চাপেই গত সিলেট সিটি করপোরেশনের ‘প্রহসনমূলক’ নির্বাচনি ডামি প্রার্থী হন।
ব্যবসা ও জীবন বাঁচাতে এমনটি করেন বলে জানান নজরুল ইসলাম বাবুল।