বিশেষ বিসিএস’র মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন- সারা দেশে শিক্ষক সংকট নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা একটা বিশেষ বিসিএস’র মাধ্যমে কিছু শিক্ষক দ্রুততম সময়ে নিয়োগ করার জন্য ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই শিক্ষক সংকটের সমাধান করতে পারব।

শুক্রবার (২ মে) দুপুরে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা কথা বলেন। 

এর আগে সিনিয়র এই সচিব ৮ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের একাডেমি ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিদ্দিক জোবায়ের বলেন- বর্ষায় হাওরাঞ্চলের শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হয়, সেই সমস্যা সমাধানে নৌকার সার্ভিস চালু করা যেতে পারে। আমাদের প্লানের মধ্যে সবকিছু আছে। বিশেষভাবে পিছিয়ে পড়া হাওরাঞ্চল, পাহাড়ি অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছি আমরা। 

কনস্ট্রাকশনের কাজ দেখার জন্য সুনামগঞ্জে এসেছেন উল্লেখ করে তিনি বলেন- হাওরাঞ্চলসহ দেশের যেসমস্ত এলাকায় শিক্ষার হার কম, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা কিংবা শিক্ষা উপকরণ সংকট রয়েছে, সে সমস্ত জায়গায় বিশেষ কর্মসূচির বাস্তবায়িত হচ্ছে। সারা দেশে একেই মানের শিক্ষা নিশ্চিত করতে জন্য আমরা কাজ করছি। 

(রিপোর্ট : মো. আব্দুল হালিম)