সিলেটের সাগরদিঘীরপাড়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের সাগরদিঘীরপাড়ে গত জানুয়ারি মাসে সংঘর্ষের ঘটনায় জড়িত ও বুধবার দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে সিলেট মহানগরের মধুশহিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাগরদিঘীরপাড় এলাকার বাসিন্দা হিমাংশু কুমার দত্ত (৫৫) ওরফে শশাংক দাস তালুকদার, আখালিয়া এলাকার লোহারপাড়ার ইকবাল মিয়া (৫২) ও জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকার সাদিপুর গ্রামের আনোয়ার হোসেন আনা (৬৮)। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়পত্র, মিথ্যা কাগজপত্র ও ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে সিলেটে জমি আত্মসাৎ, প্রতারণা ও সহিংস কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও তারা বিভিন্ন সময় সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রসহ বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক তৈরি করে। এমনকি পুলিশের উপরও হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ একাধিক সদস্য আহত হন। 

পুলিশ তদন্তে আরও জানতে পারে-  ভুয়া নাম-পরিচয়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি তৈরি করে তারা জমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে।

তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বুধবার (৬ আগস্ট) একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলা এজাহারে ১২ আসামির নাম রয়েছে।  এছাড়া অজ্ঞাত আসামি হিসেবে রয়েছেন আরও ১০/১২ জন। 

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান- এ বছরের ২৪ জানুয়ারি সিলেট মহানগরের সাগরদিঘীরপাড়ে মৎস্য ভবনের ভূমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতেও ওই ৩ জন জড়িত ছিলেন।