র‍‍্যাবের জালে মানবপাচারকারী

কওমি কণ্ঠ রিপোর্টার :


র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর অভিযানে ওয়াসকরনী (৩৮) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন শরীফপুর থেকে তাকে গ্রেফতার করে র‍‍্যাব।

ওয়াসকরনী কুলাউড়ার লালারচক গ্রামের মৃত পীর মাহমুদ আলীর ছেলে।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- অভিযুক্তের বিরুদ্ধে কুলাউড়া থানায় মানবপাচার আইনে মামলা (নং-২৭/২৩৭) রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে র‍‍্যাব-৯ এর একটি টিম রোববার বিকালে তাকে শরীফপুর থেকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃতকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।