- বুধবার দুই সীমান্তে ৬০ জনকে বিএসএফের পুশ-ইন
কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট জেলার কানাইঘাট ও বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত দিয়ে বুধবার (১৪ মে) নতুন করে ৬০ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
জানা গেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৪৪ জনকে ঠেলে পাঠানো হয়েছে। বুধবার ভোরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়েছে।
এর আগে ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করতে সক্ষম হয়।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, আজ আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। আটকরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে।
তারা জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।
বিজিবি ৫২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে, সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। এদিন সকালে তাদের আটক করেছে বিজিবি। নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে তারা চুয়াডাঙ্গা ও নীলফামারীর বাসিন্দা বলে জানা গেছে। আটকদের মধ্যে আট পুরুষ, ছয় নারী ও দুই শিশু রয়েছেন। আজ সন্ধ্যা পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, তারা ৮-১০ বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।