- শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি
কওমি কণ্ঠ রিপোর্টার :
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের দায়হীনতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অপারগতার অভিযোগ এনে সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি ৬ দফা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ করেন তারা। পরে সেখান থেকে মিছিল সহযোগে দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট শিক্ষা বোর্ডের সামনে গিয়ে সড়ক অবরোধ করেন। সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে তারা আসরের নামাজও আদায় করেছেন।
অবরোধের ফলে সড়কের দুইদিকে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। যাত্রীরা গাড়ি থেকে নেমে সিলেট মহানগরের দিকে যেতে দেখা গেছে।