কওমি কণ্ঠ রিপোর্টার :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তরুণী কলেজছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণে জড়িত পলাতক হেল্পারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বাহিনীটির শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম সোমবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লিটন (২৬) সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন রশিদপুর এলাকার নুরু মিয়ার ছেলে।
পরে তাকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
এর আগে রোববার (১৫ জুন) রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নবীগঞ্জের এক তরুণীকে চলন্ত বাসে ধর্ষণ করেন ওই বাসের চালক ও হেল্পার। ঘটনার পরই জনতা চালককে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন। তবে এসময় হেল্পার পালিয়ে গিয়েছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করে র্যাব।
জানা যায়, ঢাকায় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। রোববার সকালে ঢাকার সায়েদাবাদ থেকে একটি বাসে উঠেন তিনি। তার গ্রামের বাড়ি যেতে বানিয়াচং যাওয়ার পথে শায়েস্থাগঞ্জ বাস স্ট্যান্ডে নামার কথা থাকলেও তিনি বাসের মধ্যে ঘুমিয়ে যান। ফলে বাস তাকে শায়েস্থাগঞ্জে না নামিয়ে শেরপুর বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়। সেখান থেকে রাত সাড়ে ১০টায় ওই কলেজছাত্রী একটি লোকাল বাসে উঠে। সেই বাসে কয়েকজন যাত্রী ছিল, বাসটি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি নামক স্থানে পৌঁছালে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ওই ছাত্রীকে একা পেয়ে বাসের চালক ও হেলপার তাকে বাসে পালাক্রমে ধর্ষণ করে।
নির্যাতনের শিকার ছাত্রী জানান, তিনি ঢাকায় একটি কলেজে লেখাপড়া করেন। তার পরিবারের সবাই ঢাকায় থাকে তিনি ঢাকায় ঈদ করেছে। ঈদের ছুটিতে তিনি বাড়ি আসেননি এই জন্য আজকে গ্রামের বাড়িতে আসছিলেন।