কওমি কণ্ঠ ডেস্ক :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৮ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।
মঙ্গলবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় পরীক্ষাকৃত নমুনার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয় এই ভাইরাসে আক্রান্ত হয়ে। পরবর্তীতে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যুর রেকর্ড হয়।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    