কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে মাদকের এক বড় কারবারিকে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন আমেরতল এলাকা থেকে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ ওই কারবারিকে জনকে আটক করা হয়।
আটক মো. আবু মিয়া (৪৭) সুনামগঞ্জ জেলার দিরাই থানার বাটিদল গ্রামের মৃত সাদ আলীর ছেলে।
র্যাবের অভিযানকালে তার দুই সহযোগী পালিয়ে যায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম বুধবার রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আমেরতল গ্রামের মো. রমজান মিয়ার বসতঘরে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টাকালে আবু মিয়াকে আটক করা হয়। বাকি দুজন পালিয়ে যায়।
পরে আবু মিয়ার দেওয়া তথ্যমতে পলাতক মো. রমজান মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডি জব্দ করে র্যাব।
আটকের পর আবু মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    