সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে মহানগরের রিকাবীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুরুজ আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ ছয়টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে বুধবার তকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন- বৃহস্পতিবার সুরুজ আলীকে আদালতে প্রেরণ করা হবে।