কওমি কণ্ঠ রিপোর্টার :
আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সিলেটের ৬টি কেন্দ্রে ৫০তম বি.সি.এস প্রিলিমিনারি (MCQ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের আশপাশে বিভিন্ন কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) জানিয়েছেন, ৫০তম বি.সি.এস প্রিলিমিনারি (MCQ টাইপ) পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটের ৬টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের ২ শ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগ থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে- সিলেট মুরারিচাঁদ (এম.সি) কলেজ, মিরের ময়দান এলাকার ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজ, চৌহাট্টাস্থ সিলেট সরকারি মহিলা কলেজ, সরকারি আলিয়া মাদরাসা, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ ও মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।