আবহাওয়া নিয়ে নতুন বার্তা


কওমি কণ্ঠ ডেস্ক :

ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর ১২টা পর্যন্ত এসব অঞ্চলের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আজ সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে চলতি সপ্তাহেই দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও পূর্বাভাসে জানানো হয়েছে।

তীব্র তাপপ্রবাহের আভাস
আগামী তিনমাসের মধ্যে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মমিনুল ইসলামের দেওয়া মার্চ থেকে মে মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী তিন মাসের মধ্যে তীব্র কালবৈশাখি ঝড় ও তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ ছাড়া সাগরে ২ থেকে ৩টি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ৫শ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও এপ্রিল ও মে মাসে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে। এ বিভাগে মার্চ মাসে ১১০-১৩০ মিলিমিটার, এপ্রিলে ২৮০-৩২০ মিলিমিটার এবং মে মাসে ৪৯০-৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

 

(নিউজ পাবলিশার : ছনি জান্নাত )