দক্ষিণ সুরমায় কার-অটোরিকশা সং ঘ র্ষ, একজন নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে সাত মাইলের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এতে নিহত রুহেল আহমদ (১৮) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরসাইকেলও। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ও সব যাত্রী এবং প্রাইভেট কারের চালক ও যাত্রীরা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত রুহেল আহমদ মারা যান। বাকিদের ওসমানীতে ভর্তি করা হয়েছে।

মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।