কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের শাহজালাল (রাহ.) মাজারসংলগ্ন সড়ক থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মরদেহটি মাজার তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করে।
পুলিশ পরে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকে কলেজে পাঠায়।
শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুল আজিজ জানান- কবরস্থান সংলগ্ন সড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে- ওই নারী ভবঘুরে ছিলেন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।