সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম সেবা ও সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন- বিগত ১৭বছর আওয়ামী ফ্যাসিবাদী নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এই প্রিয় মাতৃভূমিকে দখলদারিত্ব, হত্যা, নির্যাতন, গুম, অপরহনসহ বিভিন্নভাবে বিভীষিকাময় এক মৃত্যুপুরী হিসেবে রেখেছিল৷ আল্লাহপাকের ফয়সালায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। বর্তমানে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশ সমাজ বিরোধী বিভিন্ন অপরাধ ও ষড়যন্ত্রে লিপ্ত। এই অপশক্তি চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ সমাজে বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে। বর্তমানে আমরা লক্ষ্য করছি, এই আওয়ামী ফ্যাসিবাদী নিষিদ্ধ ছাত্রলীগ প্রকাশ্যে মিছিল, মিটিং করার দুঃসাহস দেখাচ্ছে৷ অথচ এরাই গুম, খুন, হত্যা সহ বিভিন্ন অপরাধের মামলার এজাহারভূক্ত আসামী। এদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা দেশপ্রেমী ছাত্রজনতার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ দাবি করেন  সমাজ ও দেশদ্রোহী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে নিরাপদ ও আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।