কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের জালালাবাদ থানাপুলিশের বসানো চেকপোস্টে দুই দফায় ১৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকার ভারতীয় চকলেট ও মদসহ আটক হয়েছেন ৮ জন।
সোমবর (১৫ সেপ্টেম্বর) দুপুর ও বিকালে জালালাবাদ ধানাধীন হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় এ চেকপোস্ট বসানো হলে এই ৮ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. ইসমাইল আলী (৩০), নোমান মিয়া (৪১), মো. তিতাস রহমান (২০), মো. জামাল মিয়া (৩৫), মো. ইমরান আহমদ (২৫), মারুফ আহমদ (২৩), ফাহিম হোসেন তানভীর (২১) ও মো. নাদিম হাসান (২৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার দিবাগত রাতে কওমি কণ্ঠকে জানান- জালালাবাদ থানাপুলিশের একটি টিম সোমবার দুপুরে হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ভারতীয় ৫ হাজার ৮২ পিস চকলেট জব্দ করে। এসময় ৪ জনকে আটক করা হয়।
অপরদিকে, সোমবার বিকালে জালালাবাদা থানাপুলিশের আরেকটি টিম একই এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি মাইক্রোবাস তল্লাশি করে ভারতীয় ২২ হাজার ৫৩০ পিস (২৭ ) প্যাকেট চকলেট ও ৭ বোতল মদ জব্দ করে।
এসময় আরও ৪ জনকে আটক করে পুলিশ।
সাইফুল ইসলাম জানান- পরে এই ৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে প্রেরণ করলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠায় পুলিশ।