কওমি কণ্ঠ রিপোর্টার :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীদের দফায়-দফায় বর্বর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সভা করেছে ছাত্র মজলিস (মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফল মজলিসের ছাত্র সংগঠন)।
বুধবার (১৬ জুলাই) বাদ আসর মহানগরের চৌহাট্টা থেকে মিছিলটি শুরু করে আম্বরখানা হয়ে ফের চৌহাট্টায় এসে শেষ হয়। মিছিলকারীরা আওয়ামী ও ছাত্রলীগবিরোধী নানা স্লোগান দেন।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র মজলিস সিলেট মহানগরের সভাপতি সাইফ আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখে খেলাফত যুব-মজলিসের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক শাহনূর চিশতি, ছাত্র মজলিসের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মুবিন আল কাসিব, সাংগঠিনক সম্পাদক মাহদি তালুকদার ও দারুল কুরআন শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
এছাড়াও মিছিল এবং সভায় ছাত্র ও যুব-মজলিসের কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।