ফিলিস্তিনের গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বৃহত্তর খাসদবীর এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ যোহর দারুস্ সালাম মাদ্রাসা মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট আম্বরখানা পয়েন্টে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরির সভাপতিত্বে ও ইশমাম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, হুমায়ুন আহমদ মাসুক ও হাফিজ মাওলানা মাসরুর আহমদ আবিদ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব শাহ আলমগীর, তারেক খান, শাহেল আহমদ নয়ন, আমিনুল হক, হাবিবুর রহমান লাবিব প্রমুখ।
উল্লেখ্য - মিছিলটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন উক্ত এলাকার হাফিজ মাওলানা মাসরুর আহমদ আবিদ ও নাবিল আহমদ।