কেউ মানছে না ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের হরতাল

কওমি কণ্ঠ রিপোর্টার :

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় রোববার (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার  অঙ্গ-সহযোগী সংগঠন। এর মধ্যে ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ। 

শনিবার (১৯ জুলাই) যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়।

তবে রোববার সকাল থেকেই সিলেটে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে সব ধরনের যানবাহন। কেউ মানছে না বিগত দিনের স্বৈরশাসক দল আওয়ামী লীগের বিশৃঙ্খলার উদ্দেশ্যে ডাকা হরতাল।

তবে শনিবার দিবাগত রাতে সিলেটের দু-একটি স্থানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। আওয়ামী লীগের সাংগঠনিক ফেইসবুক পেইজে আপলোডকৃত ভিডিওতে দেখা যায়- রাতের কোনো এক সময় সিলেট-ঢাকা মহসড়কের একটি স্থানে ও সিলেট-জকিগঞ্জ সড়কের একটি স্থানে কয়েকজন কর্মী মিলে অল্প কিছু সময় মিছিল-স্লোগান দেয়।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খবর পাওয়ার আগেই তারা পালিয়ে যায়।

সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলছেন- গত ১৭ বছর দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করেছে আওয়ামী লীগ। এরপর এখন আবার তাদের হরতাল ডাকার শখ জেগেছে? জনসাধারণ কিছুতেই এমন কর্মসূচি মানবে না। বরং সড়কে বের হলে জনসাধারণই স্বৈরশাসক দলের কর্মীদের প্রতিহত করবে। 

এদিকে, চলতি বছরের ১৬ এবং ১৯ ফেব্রুয়ারি যথাক্রমে অবরোধ ও হরতাল ডাকলেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির ও সহযোগী সংগঠনের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিদের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া চলছে।