কওমি কণ্ঠ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুরে শয়নকক্ষে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া দম্পতি হলেন- সোহাগ মিয়া (২৩) ও ঝুমা আক্তার (১৯)। সোহাগ উপজেলার চকলেঙ্গরা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। আর ঝুমা আক্তার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে।