কওমি কণ্ঠ ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশে রাস্তার প্রতিবন্ধকতা সরাতে গিয়ে কিছু উশৃঙ্খল জনতার বাধা ও হামলার মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার লোকজন। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ায় এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশ।
সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ঘটনা ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের তারা চান বেগম এবং সেরু মিয়ার মধ্যে রাস্তা নিয়ে আদালতে মামলা ছিল। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সোমবার দুপুরে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করতে গেলে কিছু উচ্ছৃংখললোক সরকারি কাজে বাধা দিয়ে লাঠি নিয়ে হামলার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার বলেন, সরকারী কাজে বাধা ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চেষ্টার অভিযোগে পরমানন্দপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), একই গ্রামের শিরু মিয়া (৪০), খাদিজা আক্তার (৩৫) কে আটক করেছে পুলিশ। তিনি বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়ন করেছি। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছন।