সিলেটে মোবাইল কোর্ট, ১৬ গাড়ি ও ২ দোকান মালিককে অর্থদণ্ড

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবেশ অধিদপ্তর ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২টি দোকান ও ১৬টি গাড়ির মালিককে বিভিন্ন অপরাধের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা দিকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট মহানগর, শহরতলি ও জেলার বিভিন্ন উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ঘণ্টা সিলেট মহানগরের বিভিন্ন এলাকা ও জেলার বিভিন্ন উপজেলায় সিলেটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবেশ অধিদপ্তর ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শব্দদূষণ, বায়ুদূষণ, রেজিষ্ট্রেশনবিহীন গাড়ি চালনা এবং দোকানের সামনে বালু ফেলে পথরোধ করার দায়ে ১৬টি গাড়ি ২টি দোকান মালিককে সর্বমোট ৩৫ জরিমানা করা হয়েছে।

এছাড়া ১টি লেগুনা ও ১টি অটোটেম্পু বাজেয়াপ্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍‍্যাব কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম।