শাবিতে আইন অমান্য করলো ছাত্র ইউনিয়ন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ম ভঙ্গ করে একটি স্টল দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (২২ জুলাই) ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে সংগঠনের নামসংবলিত ব্যানারে তথ্য ও সচেতনতামূলক স্টল দেওয়া হয়। এতে সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য সংগঠনের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘আমি ব্যনার ছাড়া ছাত্র ইউনিয়নকে স্টলের অনুমতি দিয়েছি। কিন্তু তারা ব্যানারসহ স্টল বসিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করেছে।’ এজন্য তাদের শোকজ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের শাবিপ্রবি শাখার সংগঠক জুবায়ের আহমেদ জুয়েল বলেন, ‘নবীনদের বরণ করার অংশ হিসেবেই আমাদের এই আয়োজন। আমরা গতকাল স্টলের জন্য প্রক্টরের কাছে অনুমতি চেয়েছি এবং অনুমতি পেয়েছি। তবে রাত এগারোটায় প্রক্টর স্যার আমাদের আবেদন নিজে সংশোধন করে একটি সংশোধিত কপি দেন, যেখানে ব্যানার ব্যবহার না করার নির্দেশ ছিল। তখন আমরা ব্যানার বানিয়ে স্টল দিয়ে দিয়েছি। তাছাড়া রাত বেশি হওয়ার আমাদের পক্ষে নতুন ব্যানার বানানো সম্ভব হয়নি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৬ নভেম্বর দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি করার নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, আজ সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনকে ব্যনারবিহীন স্টল দেওয়ার অনুমতি দেয় প্রক্টরিয়াল বডি। কিন্তু একমাত্র ছাত্র ইউনিয়নই কর্তৃপক্ষের নিয়ম লঙ্ঘন করল।