কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে করোনার পাশাপাশি আতঙ্কের আরেক নাম ডেঙ্গু। এ বছর সিলেটে ডেঙ্গুতে কেউ মারা না গেলেও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের আজকের (বুধবার- ২৩ জুলাই) দেওয়া তথ্যমতে- গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হননি। মারাও যাননি কেউ।
তবে জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সিলেট এম এ জি ওমসানী মেডিকেল হাসপাতালে ২ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, ওয়েসিস হাসপাতালে ১ জন ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় আরও জানায়- এ বছর সিলেট বিভাগে মোট আক্রান্ত ৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ১৭, সুনামগঞ্জে ৩, মৌলভীবাজারে ১৫ ও হবিগঞ্জে ২২ জন।