সিলেটে কুরিয়ারে ফেনসিডিল পাঠাতে গিয়ে ৩ জন ধরা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২০০ বোতল ফেনসিডিল পাঠাতে গিয়ে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর হাতে ৩ জন আটক হয়েছেন। 

মঙ্গলবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারার মো. মোতালিবের ছেলে মো. আরমান (৩৪) ও একই এলাকার উত্তর লক্ষনখোলার মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদিম মিয়া (৪১)।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- গোয়েন্দা তথ্যে তাদের একটি টিম মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জিন্দাবাজার শাখার সামনে  পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ওই ৩ জন কৌশলে পালানোর চেষ্টা করে। তবে র‍‍্যাব তাদের ধরে ফেলে। এসময় জিজ্ঞাসাবাদে এ ৩জনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর বিভিন্ন রংয়ের আন্ডারওয়্যার ও বাচ্চাদের বিভিন্ন সাইজের পায়জামার মধ্যে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল জব্দ করে র‍‍্যাব।

পরে আটক ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।