কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে নিজ এলাকা থেকে শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
তার বাড়ি উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া গ্রামে।
আনা মিয়ার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-আন্দোলন চলাকালে তাদের উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে একাধিক নাশকতা মামলা।
গ্রেফতারের পর আনা মিয়াকে ওসমানীনগর থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। তাকে শনিবার (৪ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।