কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক কিশোর পর্যটক নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে বর্তমানে সিলেট মহানগরের মাছিমপুর এলাকায় বসবাস করতো।
গত শুক্রবার বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলো সে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক মুকিত আহমদের দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।