এসএমপি’র অতি. কমিশনার হয়ে আসছেন ডিআইজি এনামুল

কওমি কণ্ঠ রিপোর্টার :

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিআইজি রয়েছেন ৩১ জন আর সাতজন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার মোহাম্মদ এনামুল হককে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।