কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জে বাঁশঝাড় থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যা করে বাঁশঝাড়ে দেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা।
রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়েনের ঈদগাহ পশ্চিমপাড়ার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পরে লাশের পরিচয় জানা যায়। তিনি সিলেটের মোগলাবাজার থানার মানিকপুর এলাকার আছির উদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়েজ উদ্দিন দিনমজুরের কাজ করতেন। কাজের সুবাধে তিনি সম্প্রতি গোলাপগঞ্জে গিয়েছিলেন। রোববার দুপুরে স্থানীয় লোকজন ঈদগাহ পশ্চিমপাড়ার একটি বাঁশঝাড়ে দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এসময় তার গলায় একটি গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো ছিল এবং তার দুই পায়ের হাটু মাটিতে লাগানো ছিলো।
গোলাপগঞ্জ মডেল থানাপুলিশ জানায়, তারা খবর পেয়েই গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তির পরনের গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ ও খুনির খোঁজ করছে পুলিশ।