ইলিয়াস আলীর বাড়িতে খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেসসচিব আশিক

কওমি কণ্ঠ রিপোর্টার :

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর মায়ের সাথে সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন এবং মানবিক আবেগে আপ্লুত হয়ে বলেন, “১৩ বছর ধরে এক মা ছেলের অপেক্ষায় আছেন- এ চিত্র হৃদয়বিদারক।”

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আশিক ইসলাম বলেন, “গত এক যুগের শাসনকাল ছিল আইয়ামে জাহেলিয়াতের মতো—গুম, খুন, মিথ্যা মামলা আর রাজনৈতিক নিপীড়নে ভরা। ৬০ লাখ বিএনপি পরিবারের সদস্য এই সময় মামলায় জর্জরিত হয়েছেন, হারিয়েছেন ব্যবসা-বাণিজ্য, ভিটেমাটি। মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। যে সাংবাদিকরা সত্য বলার সাহস করেছেন, তারা গুম হয়েছেন অথবা জেলে গেছেন।”

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। তার খোঁজ আজও পাওয়া যায়নি। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই গুমের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি দাবি করলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আশিক ইসলাম বলেন, “ইলিয়াস আলী শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের প্রতিনিধি। তার সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। আজ এখানে এলাম ঠিকই, কিন্তু সেই মানুষটির অনুপস্থিতি আমাকে ব্যথিত করেছে। তার মা সূর্যবান বিবি এখনও ছেলের জন্য অপেক্ষা করছেন—এটা কেবল একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য লজ্জার।”

তিনি আরও বলেন, “দেশে এখন ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইছে। গণমাধ্যম কিছুটা হলেও মুক্তভাবে কথা বলতে পারছে। সাংবাদিকদের উচিত গঠনমূলক সমালোচনা করা, কারণ গণমাধ্যম যত সাহসী হবে, দেশ ততই এগিয়ে যাবে।”

এ সময় তার সঙ্গে ছিলেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সাদাকালো’ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, যুক্তরাজ্য বিএনপির নেতা শানুর মিয়া, বিএনপি নেতা আখতার হোসেন ও বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে নতুন করে ইলিয়াস আলী গুমের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তোলার আহ্বান উঠেছে।