সিলেটে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী যুবক নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. জিসান আহমদ (২৩) সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকুনা গ্রামের বাসিন্দা।

এ দুর্ঘটনায় মো. হাসান (২৪) নামের একজন আহত হয়েছেন।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান- ওই দুজন মোটরসাইকেলযোগে সাদাপাথর ঘুরতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বড়শালা এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই জিসান মৃত্যুবরণ করেন।

আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন।