লিডিং ইউনিভর্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর সৈয়দ রাগীব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ তাজ উদ্দিন, ক্লাবের উপদেষ্টা জামানের রহমান, ক্লাবের সাবেক সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তামিম রহমান চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্লাব সদস্যবৃন্দ।
ক্লাবের সভাপতি দোহা ও সাধারণ সম্পাদক প্রতীম জানান, সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ২০ টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এরমধ্যে ফাইনাল রাউন্ডে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
ইনকিউবেটর যন্ত্রের ভিতর পূর্ণ মাতৃত্বকালীন সময় রেখে সন্তান জন্মদান দেওয়া সম্ভব প্রযুক্তি বিদ্যমান ধরে নিয়ে, এই সংসদ, মানবজাতির প্রাকৃতিকভাবে গর্ভকালীন সন্তান জন্মদান প্রক্রিয়া বাতিল করবে, এই বিষয়ে বিতর্ক করে দুটি দল। তুমুল যুক্তি তর্কের লড়াই শেষে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ফাইনালে অংশ নেয়া উভয় দলকে পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়। এছাড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর জন্য শুভেচ্ছা স্মারক ছিল বলে জানান আয়োজকেরা।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ রাগীব আলী বলেন, বিতর্ক হচ্ছে যুক্তি তর্কের খেলা। বিতার্কিকরা সব সময় যুক্তি দিয়ে সবকিছু চিন্তা করে। আজকের বিতার্কিকদের মধ্যে থেকেই জাতির যোগ্য নেতৃত্ব তৈরি হবে। তারাই পরবর্তীতে দেশকে নেতৃত্ব দিবে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের বিতর্কের প্রতি উৎসাহী হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করা। বিশেষ করে বিতর্কের মত আয়োজনে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারলে জ্ঞান চর্চা সমৃদ্ধ হয়। তখন দেশ ও বিদেশের রাজনীতি, অর্থনীতি নিয়েও সচেতন হওয়া যায়। এসময় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকদের নিয়মিত বিতর্ক চর্চার করার আহবান জানান প্রধান অতিথি।