কওমি কণ্ঠ রিপোর্টার :
চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্বৈরশাসক পতনের এই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে সিলেটে ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ এবং এর স্মৃতিতে গণঅংশগ্রহণের লক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সপ্তাহব্যাপী বিশেষ এসব কর্মসূচি পালিত হচ্ছে সারা দেশে। এরই অংশ হিসেবে সপ্তাহটি উদযাপিত হচ্ছে সিলেটেও।
তবে এই উদযাপনী ব্যানার-ফেস্টুনে জুলাই শহিদ আবু সাঈদসহ অনেকের ছবি থাকলেও নেই সিলেটে পুলিশের গুলিতে শহিদ সাংবাদিক এ টি এম তুরাবের মুখ। বিষয়টি নজরে আসার পরই প্রতিবাদমুখর হয়েছেন সিলেটের সাংবাদিকরা।
সিলেট প্রেসক্নাবের সভাপতি ইকরামুল কবির আজ শুক্রবার (১ আগস্ট) এক ফেসবুক পোস্টে লেখেন- "শহীদ তুরাবকে বাদ দিয়ে জুলাই বিপ্লব???!!!
সিলেট প্রশাসন, সিলেট সিটি করপোরেশন ও জেলা পরিষদ আয়োজিত "জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর" কর্মসূচির ব্যানারে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ছবির স্থান হয়নি কেনো? এই তিনটি সরকারি প্রতিষ্ঠান কি এক বছরে ভুলে গেছেন শহীদ তুরাবকে? সুষ্ঠু তদন্ত ও জবাব চাই।"
এছাড়াও সিলেটের অনেক সিনিয়র সাংবাদিক ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন এ বিষয়ে।
দেখা গেছে- বিশেষ এই সপ্তাহ উপলক্ষ্যে লাইটিং করে সাজানো হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ দিনগুলোর ছবি-সংবলিত ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে কিন ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে বন্দরবাজার হয়ে রিকাবীবাজার পর্যন্ত।
এসব ব্যানার-ফেস্টুনে লেখা-
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন
আমার চোখে জুলাই বিপ্লব
জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ
৩০ জুলাই ২০২৫ হতে ৫ আগস্ট ২০২৫।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বৃহস্পতিবার কওমি কণ্ঠকে জানিয়েছেন- মন্ত্রণালয়ের নির্দেশে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ পালিত হচ্ছে। এতে রয়েছে- জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও-চিত্র প্রদর্শনী, জনসাধারণের স্মৃতি রোমন্থনসহ বিভিন্ন কর্মসূচি। ৩ আগস্ট বিকালে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী কিন ব্রিজ পরিদর্শন করবেন এবং পরে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে ভিডিও-চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে প্রদর্শনী চলবে ৫ আগস্ট পর্যন্ত।
‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর’ সপ্তাহ উদযাপনে জেলা পরিষদকে সহযোগিতা করছে সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।
এদিকে, ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’র ব্যানার-ফেস্টুনে শহিদ তুরাবের ছবি না রাখা নিয়ে জানতে শুক্রবার বিকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সরকারি মুঠোফোন নাম্বারে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।