কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলা প্রশাসকের (ডিসি) ঘোষণার একদিন পরই রেলওয়ে ও সড়ক-জনপথ বিভাগের মালিকানাধীন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অ্যাকশনে নেমেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টা থেকে এ রিপোর্ট লেখা (দুপুর পৌনে ২টা) পর্যন্ত অভিযান চলছিলো।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির সাংবাকিদের বলেন- এখন পর্যন্ত প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সিলেট রেলওয়ে স্টেশনে পরিদর্শন যান সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এসময় তিনি সাংবাকিদের বলেন- রেলওয়ের জায়গায় যত অবৈধ স্থাপনা সব উচ্ছেদ করা হবে।
তার আগে ৭ অক্টোবর রেলের জায়গা দখলকারীদের সরে যেতে নির্দেশ দেন ডিসি।
Loading...