ধলাই নদীর স্রোতে ভেসে গেলেন যুবক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতের স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন আফতাব উদ্দিন (৩১) নামের এক যুবক। রোববার (৩ আগস্ট) সকালে ধলাই নদী দিয়ে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। 

আফতাব কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। 

আফতাবের ভাই সালাউদ্দিন রোববার সন্ধ্যায় কওমি কণ্ঠকে জানান- তার ভাই (আফতাব) সকাল ৭টার দিকে ধলাই নদী দিয়ে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়ানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরে স্থানীয়দের দ্বারা জানতে পারেন- নদীর স্রোতের টানে ভেসে গেছেন আফতাব। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের সন্ধান চালায়। তবে তাকে পাওয়া যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ করা হয়েছে। সোমবার সকাল থেকে ফের শুরু করা হবে। 

আফতাব উদ্দিনের নিখোঁজের বিষয়টি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন- কাল (সোমবার) সকাল থেকে ডুবুরি দল আবারও অনুসন্ধান শুরু করবে।